শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
নীলফামারী জেলার বিশিষ্টজনেরা এবং সাধারণ মানুষ শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়েছেন।
নীলফামারী জেলার শহীদ জিয়া পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন নীলফামারী জেলার সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যাবে শহীদ দিয়ে পরিষদ। শহীদ জিয়া পরিষদ নীলফামারী জেলার সকল সাধারণ মানুষের পাশে বিগত দিনেও স্বতঃস্ফূর্তভাবে ছিল। আগামীতেও শহীদ দিয়ে পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সাধারণ মানুষের পাশে সক্রিয়ভাবে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।