পিরোজপুরের নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুুপুরে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কয়েকশত সাধারন জনগনের অংশ গ্রহনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিশির মিস্ত্রী, তরুন মন্ডল, অনিসুর রহমান ইউনুস, মো. সোনা শেখ প্রমুখ।
জানা গেছে, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মাসুম মিনার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল সহ সন্ত্রাসীর কর্মকান্ডের অভিযোগ করে স্থানীয় আওয়ামীলীগের একটি মহল বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে। ওই অপপ্রচারের প্রতিবাদে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি নেতা মাসুম মিনা গত ১৭ বছর আওয়ামীলীগের বিভিন্ন নির্যাতন ভোগ করে সংগঠনকে সুসজ্জিত রেখেছে। গত ৫ আগস্টের পর তিনি গ্রামে গ্রামে পাহারা দিয়ে স্থানীয় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করেছেন।